আটকে রাখা যাবে না দিল্লির পথকুকুরদের, সুপ্রিম কোর্টের রায়ে বদল
Baban Das রিপোর্ট:দিল্লি ও এনসিআর (NCR) এলাকায় পথকুকুরদের সরানো নিয়ে সুপ্রিম কোর্টে চলছিল টানাপোড়েন। অবশেষে শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি বিক্রম নাথ, সন্দীপ মেহতা এবং এনভি আঞ্জারিয়ার বেঞ্চ গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে।আদালতের রায়ে বলা হয়েছে—পথকুকুরদের নির্বীজকরণ ও প্রতিষেধক দেওয়ার পরে যেখান থেকে তাদের ধরা হয়েছিল, সেই জায়গাতেই ছেড়ে দিতে হবে।
তবে, যদি কোনও কুকুর রেবিস আক্রান্ত হয় বা অতিরিক্ত আগ্রাসী স্বভাবের হয়, তাদের রাখতে হবে নির্দিষ্ট আশ্রয়স্থল বা শেল্টারে।
প্রকাশ্যে খাওয়ানোর অনুমতি দেওয়া হয়নি। বরং নির্দেশ দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট পুরসভাগুলিকে পথকুকুরদের জন্য খাওয়ানোর নির্দিষ্ট জায়গা তৈরি করতে হবে।
আইনি দিক ও প্রেক্ষাপট:২০২৩ সালের অ্যানিম্যাল বার্থ কন্ট্রোল আইন অনুযায়ী, পথকুকুরদের নির্বীজকরণ ও টিকাকরণের পরে তাদের আবার আগের জায়গাতেই ছেড়ে দেওয়া বাধ্যতামূলক। সুপ্রিম কোর্টের নতুন রায় সেই আইনকেই পুনরায় জোরদার করল।এর আগে ১১ অগস্টে বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন— দিল্লি ও এনসিআর থেকে সমস্ত পথকুকুরকে তুলে নিয়ে আশ্রয়স্থলে রাখতে হবে। সেই রায় দেশজুড়ে সমালোচিত হয়। পশুপ্রেমীরা রাস্তায় নামেন, এমনকি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধীও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
পরিস্থিতি বিবেচনায় নিয়ে প্রধান বিচারপতি বিআর গাভাই নতুন তিন সদস্যের বেঞ্চ গঠন করেন। সেই বেঞ্চই পথকুকুরদের প্রতি আরও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে এই নতুন নির্দেশ জারি করল।
সারকথা:দিল্লি-এনসিআর থেকে পথকুকুর সরানো যাবে না।
নির্বীজকরণ ও টিকাকরণের পরে কুকুরদের আগের জায়গাতেই ফিরিয়ে দিতে হবে।
কেবলমাত্র রেবিস আক্রান্ত বা আগ্রাসী কুকুরদের রাখা হবে শেল্টারে।
প্রকাশ্যে খাওয়ানো নয়, পুরসভা তৈরি করবে নির্দিষ্ট খাওয়ানোর জায়গা।
Baban Das রিপোর্ট

