Friday, January 9, 2026
HomeBreaking Newsউদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের সুপারস্টার গায়িকা সুনীধি চৌহান মাতাবেন ইডেন। বিকেল ৫টা থেকে...

উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের সুপারস্টার গায়িকা সুনীধি চৌহান মাতাবেন ইডেন। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে প্রায় এক ঘণ্টা। দর্শকদের জন্য অপেক্ষা করছে ‘ধুম মাচালে’-সহ একাধিক হিট গানের লাইভ পারফর্ম্যান্স।

📢 DCN Digital | রিপোর্ট: বাবন দাস
শিরোনাম:
🎤 ইডেনে আজ ‘ধুম মাচালে’!
🏏 মাঠে সুনীধির পারফরম্যান্স, থাকছেন সৌরভ-ঝুলন-ঋদ্ধিমান
❓ শামির খেলা নিয়ে তৈরি সংশয়


DCN EXCLUSIVE | ১১ জুন ২০২৫, কলকাতা:
বেঙ্গল প্রো টি-২০ লিগের দ্বিতীয় মরশুম আজ থেকে শুরু হচ্ছে কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেন্সে। ভারত-পাকিস্তান ম্যাচের কারণে সূচি পিছিয়ে গেলেও, আজ (বুধবার) সন্ধ্যায় জমকালো আয়োজনে শুরু হচ্ছে এই জনপ্রিয় ঘরোয়া লিগ।

 সুনীধির গানে শুরু

উদ্বোধনী অনুষ্ঠানে বলিউডের সুপারস্টার গায়িকা সুনীধি চৌহান মাতাবেন ইডেন। বিকেল ৫টা থেকে শুরু হবে অনুষ্ঠান, চলবে প্রায় এক ঘণ্টা। দর্শকদের জন্য অপেক্ষা করছে ‘ধুম মাচালে’-সহ একাধিক হিট গানের লাইভ পারফর্ম্যান্স।

 মাঠে নামবেন তারকারা

সন্ধ্যা ছ’টা নাগাদ ইডেনের মাটিতে ট্রফি নিয়ে প্রবেশ করবেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, উইকেটকিপার ঋদ্ধিমান সাহা এবং মহিলা ক্রিকেটের মুখ ঝুলন গোস্বামী

 প্রথম ম্যাচে দুই চ্যাম্পিয়ন

সাতটায় শুরু হবে প্রথম ম্যাচ – মুখোমুখি সোবিস্কো স্ম্যাশার্স মালদা বনাম মুর্শিদাবাদ কিংস। গতবার এই দুই দলই যুগ্মজয়ী হয়েছিল বৃষ্টির কারণে ফাইনাল বাতিল হওয়ায়।

 আজ মাঠে নামছেন তারকারা

আজ পুরুষদের একটি ম্যাচ হলেও কাল থেকে শুরু ডাবল হেডার। আজই মাঠে থাকছেন মুকেশ কুমার, ঋত্বিক চট্টোপাধ্যায়, সুদীপ ঘরামী এবং অঙ্কিত চট্টোপাধ্যায়।

 মহিলা লিগ শুরু কাল

১২ জুন থেকে সল্টলেকের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মাঠে শুরু হবে মহিলা বিভাগ। ২৬ জুন পুরুষদের সেমিফাইনাল, ২৭ জুন মেয়েদের সেমিফাইনাল, আর ২৮ জুন একই দিনে দুটো ফাইনাল – পুরুষ ও মহিলা।

 শামিকে নিয়ে ধোঁয়াশা

ড্রাফটে রাঢ় টাইগার্স শামিকে নিয়েছিল। ইংল্যান্ড সফরের টেস্ট দলে না থাকায় শামির এই লিগে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সূত্রের খবর, হতাশ শামি সম্ভবত খেলছেন না। ফ্র্যাঞ্চাইজিকে নাকি তিনি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন। তবে অফিসিয়াল ঘোষণা এখনও হয়নি।


📍 DCN LIVE COVERAGE চলবে ইডেন থেকে
📲 আরও আপডেটের জন্য চোখ রাখুনdesherchintanews.com-এ।

 রিপোর্ট: বাবন দাস, DCN Digital News(desherchintanews.com)
 ফটো কভারেজ: DCN ক্রু | 🎥 ভিডিয়ো আপডেট: DCN LIVE Team

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular