DCN NEWS | BABAN DAS REPORT | প্রতিবেদন
কলকাতা আপডেটস
🔶 বিজেপি নেতা গ্রেফতার
গতকাল রাতে ট্যাংরা এলাকা থেকে গ্রেফতার হলেন বিজেপি নেতা রাকেশ সিংহ। পুলিশ সূত্রে খবর, গোপন সূত্রে তথ্য পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আজ আদালতে তোলা হবে ধৃত নেতাকে।
🔶 তৃণমূল বনাম সেনা সংঘাত
তৃণমূলের নতুন মঞ্চ খোলার ২৪ ঘণ্টার মধ্যেই তৈরি হল বিতর্ক। অভিযোগ, সিপির গাড়ির সামনে বিপজ্জনক ড্রাইভিং করেছেন এক সেনাকর্মী। ঘটনায় সেনার বিরুদ্ধে দায়ের হয়েছে FIR। এ নিয়ে রাজনীতিতে শুরু হয়েছে চাপানউতোর।

