পশ্চিমবঙ্গ বিধানসভায় আজ নজিরবিহীন উত্তেজনার সৃষ্টি হয় তৃণমূল ও বিজেপি বিধায়কদের মধ্যে সংঘাতকে কেন্দ্র করে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাষণ শুরু করতেই বিজেপি বিধায়করা স্লোগান তুলে প্রতিবাদ জানান ও তাঁর দিকে কাগজ ছুঁড়ে মারেন। উত্তপ্ত পরিস্থিতির মাঝেই মুখ্যমন্ত্রী বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, “বিজেপিকে শূন্য করে দেব, বাংলার মানুষ ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেবে।” ভাষা ও বাঙালি সংস্কৃতির ওপর বিজেপির ‘অত্যাচার’-এর বিরুদ্ধে সরব হন তিনি। মমতা অভিযোগ করেন, বিজেপি বাংলা ও বাঙালিদের কণ্ঠরোধ করতে চাইছে এবং দেশব্যাপী স্বৈরতান্ত্রিক রাজনীতি চাপিয়ে দিচ্ছে। উত্তেজনার জেরে পাঁচ বিজেপি বিধায়ককে সাসপেন্ড করা হয় এবং কয়েকজনকে মার্শাল দিয়ে বিধানসভা কক্ষ থেকে বের করে দেওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।

