DCN News Report
Racial Attack on Indian Sikh Woman in UK
By: Baban Das | Updated: 13 Sep 2025, 12:03 PM (IST)
বিদেশে ভারতীয়দের উপর বর্ণবিদ্বেষমূলক আক্রমণের ঘটনা আবারও সামনে এলো। ব্রিটেনের ওল্ডবারি শহরে এক শিখ মহিলাকে নৃশংসভাবে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, অত্যাচারের পর তাঁকে কটাক্ষ করে বলা হয়, “গো ব্যাক টু ইওর কান্ট্রি”।
কীভাবে ঘটল এই আক্রমণ?
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে আটটার সময় টেম রোডের কাছে ওই মহিলার উপর চড়াও হয় দুই দুষ্কৃতী। তাঁকে শারীরিকভাবে নির্যাতন করার পাশাপাশি বর্ণবিদ্বেষী মন্তব্যও করা হয়। সেখানকার পুলিশ ইতিমধ্যেই ঘটনাকে ‘racially motivated attack’ বা বর্ণবিদ্বেষী আক্রমণ বলে উল্লেখ করেছে। অভিযুক্ত দুই শ্বেতাঙ্গ যুবকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে, পাশাপাশি ফরেন্সিক টিমও তদন্তে নেমেছে।
স্থানীয় প্রতিক্রিয়া
এই ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় শিখ সম্প্রদায়। তাঁদের অভিযোগ, উদ্দেশ্যপ্রণোদিতভাবে বর্ণবিদ্বেষ থেকে এই হামলা চালানো হয়েছে। পুলিশের বক্তব্য, মানুষের ক্ষোভ যথেষ্ট যৌক্তিক, এবং এলাকায় নজরদারি আরও বাড়ানো হয়েছে।
অভিযুক্তদের বর্ণনা
স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অভিযুক্তদের একজন মাথা কামানো, গাঢ় রঙের সোয়েটশার্ট পরা। অন্যজনের পরনে ছিল ধূসর পোশাক। উভয়ের পরিচয় এখনও প্রকাশ্যে আসেনি।
রাজনৈতিক প্রতিক্রিয়া
ব্রিটিশ সাংসদ প্রীত কৌর গিল ঘটনাটির তীব্র নিন্দা করেছেন। তিনি বলেছেন—
“এটি একটি ভীষণ হিংস্র ও বর্ণবিদ্বেষী আক্রমণ। ওই মহিলাকে বলা হয়েছে যে এখানে তাঁর জায়গা নেই। অথচ ব্রিটেনে শিখ-সহ প্রতিটি সম্প্রদায়ের মানুষের সমানভাবে নিরাপদে থাকার অধিকার আছে। সম্মান, মূল্যবোধ নিয়ে মাথা উঁচু করে বাঁচার অধিকার সবার রয়েছে। বর্ণবিদ্বেষ ও নারীবিদ্বেষের কোনও স্থান এই দেশে নেই।”
প্রেক্ষাপট
সাম্প্রতিক কালে বিদেশে ভারতীয়দের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী হামলার ঘটনা বেড়েই চলেছে। এই নৃশংস আক্রমণ সেই উদ্বেগকে আরও বাড়িয়ে তুলল।