Friday, January 9, 2026
HomeBreaking Newsভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বেঙ্গালুরু ভিত্তিক ফিনটেক সংস্থা ফোনপে (PhonePe)-র উপর ২১...

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বেঙ্গালুরু ভিত্তিক ফিনটেক সংস্থা ফোনপে (PhonePe)-র উপর ২১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে।

DCN News Report

By: Baban Das | Updated: 13 Sep 2025, 

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বেঙ্গালুরু ভিত্তিক ফিনটেক সংস্থা ফোনপে (PhonePe)-র উপর ২১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে। সংস্থাটি প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট (PPI) সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম মানতে ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।

রিজার্ভ ব্যাঙ্কের পর্যবেক্ষণে উঠে এসেছে যে ফোনপে-র এসক্রো অ্যাকাউন্টে বারবার ব্যালান্স ঘাটতি দেখা দিয়েছে। অথচ নির্দেশিকা অনুযায়ী, দিনের শেষে এসক্রো অ্যাকাউন্টে থাকা ব্যালান্স কখনওই বকেয়া প্রিপেইড পেমেন্ট ইন্সট্রুমেন্ট ও মার্চেন্টদের পাওনার চেয়ে কম হতে পারবে না। এছাড়া এই ঘাটতির তথ্য সময়মতো RBI-কে জানানো হয়নি বলে অভিযোগ।

২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত ফোনপে-র কার্যক্রম খতিয়ে দেখে আরবিআই এই অসঙ্গতি চিহ্নিত করে। পরে সংস্থাকে নোটিশ জারি করা হয় এবং কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়। যদিও ফোনপে পক্ষ থেকে ব্যাখ্যা জমা দেওয়া হয়েছিল, তবুও RBI অভিযোগকে সত্য বলে ধরে নেয় এবং ২১ লক্ষ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নেয়।

আরবিআই জানিয়েছে, এই জরিমানা সম্পূর্ণরূপে নিয়ন্ত্রক নীতি লঙ্ঘনের জন্য আরোপিত হয়েছে। গ্রাহকদের লেনদেন বা তাদের জমাকৃত অর্থের নিরাপত্তার উপর এই শাস্তির কোনও প্রভাব পড়বে না।

উল্লেখ্য, এর আগেও ফোনপে একাধিকবার কেন্দ্রীয় ব্যাঙ্কের নিয়ম লঙ্ঘন করেছে। ২০১৯ সালে বিদেশি পোর্টফোলিও বিনিয়োগ (FPI) সংক্রান্ত নিয়ম না মানায় ১ কোটি টাকা এবং ২০২০ সালে নিয়ন্ত্রক নির্দেশিকা অমান্যের জন্য ১.৩৯ কোটি টাকা জরিমানা দিতে হয়েছিল সংস্থাটিকে। পাশাপাশি, সম্প্রতি HDFC Bank এবং Shriram Finance-এর মতো আর্থিক প্রতিষ্ঠানগুলিকেও RBI জরিমানা করেছে।

ফোনপে ভারতের অন্যতম বৃহৎ ফিনটেক সংস্থা হলেও, বারবার নিয়ম না মানার কারণে সংস্থার ভাবমূর্তি প্রশ্নের মুখে পড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular