By: Baban Das | North 24 Parganas, Bongaon Bureau
কলকাতা: ফের মেট্রোয় যান্ত্রিক ত্রুটি। সোমবার সকাল থেকেই গিরিশ পার্ক থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা ব্যাহত হয়। নোয়াপাড়া স্টেশনের কাছে হঠাৎ ত্রুটি ধরা পড়ে মেট্রোয়। এর জেরে আপ ও ডাউন দুই দিকের পরিষেবা বিপর্যস্ত হয়ে পড়ে।
অফিস সময় হওয়ায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। অভিযোগ, স্টেশনে আধঘণ্টারও বেশি অপেক্ষা করতে হচ্ছে। অনেক সময় ট্রেন এলেও ভিড় এতটাই বেশি যে ওঠাই যাচ্ছে না। ফলে ক্ষোভে ফুঁসছেন নিত্যযাত্রীরা।
এখানেই শেষ নয়, বিভিন্ন স্টেশনের ডিসপ্লে বোর্ডও অন্ধকার হয়ে ছিল। পার্ক স্ট্রিট, শ্যামবাজার, বেলগাছিয়া, দমদম-সহ গুরুত্বপূর্ণ মেট্রো স্টেশনে বোর্ডে ট্রেনের সময়সূচি দেখা যাচ্ছিল না। কখন ট্রেন আসবে জানা না থাকায় আরও ভোগান্তি বাড়ে যাত্রীদের।
সপ্তাহের প্রথম দিনেই এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই চাপ বেড়েছে। সোমবারে যাত্রীসংখ্যা বেশি থাকে, সেই সময়ে পরিষেবা ব্যাহত হওয়ায় ক্ষোভ বাড়ছে যাত্রীদের মধ্যে। অনেকে বলছেন, নতুন লাইন চালু হলেও সার্বিক উন্নতি হয়নি মেট্রোর পরিষেবায়।
সম্প্রতি দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ঘটে যাওয়া ভয়াবহ ঘটনার পর নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠেছিল। এবার ফের পরিষেবা ব্যাহত হওয়ায় মেট্রোর অব্যবস্থাপনা আরও স্পষ্ট হয়ে গেল।

