Friday, January 9, 2026
HomeBreaking Newsশিক্ষক দিবসেই বনগাঁ লাইনে শুরু হচ্ছে এসি লোকাল, পূর্ব রেলের বড় সিদ্ধান্ত

শিক্ষক দিবসেই বনগাঁ লাইনে শুরু হচ্ছে এসি লোকাল, পূর্ব রেলের বড় সিদ্ধান্ত

প্রতিবেদন: বাবন দাস | DCN News | ৩ সেপ্টেম্বর ২০২৫;

আগামী ৫ সেপ্টেম্বর, শিক্ষক দিবসের দিন থেকেই শিয়ালদহ-বনগাঁ-রানাঘাট এবং শিয়ালদহ-কৃষ্ণনগর শাখায় শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত এসি লোকাল পরিষেবা। পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, যাত্রীদের আরামদায়ক ও প্রিমিয়াম যাত্রা অভিজ্ঞতা দিতে এই নতুন পরিষেবা চালু করা হচ্ছে। সপ্তাহে ছয়দিন চলবে এই এসি লোকাল, তবে আপাতত রবিবার পরিষেবা বন্ধ থাকবে।

রানাঘাট–বনগাঁ–শিয়ালদহ এসি ট্রেনটি সকাল ৭:১১-তে রানাঘাট থেকে ছাড়বে, বনগাঁ পৌঁছাবে ৭:৫২-এ এবং শিয়ালদহ পৌঁছাবে সকাল ৯:৩৭-এ। বিকেলে ফেরার পথে শিয়ালদহ থেকে ছাড়বে সন্ধ্যা ৬:১৪-এ, বনগাঁ হয়ে রাত ৮:৪১-এ রানাঘাট পৌঁছাবে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে স্টপেজ থাকায়, বিমানবন্দরগামী যাত্রীদের জন্য এটি বিশেষ উপকারী হবে।

অন্যদিকে, শিয়ালদহ–কৃষ্ণনগর এসি ইএমইউ ট্রেন শিয়ালদহ থেকে ছাড়বে সকাল ৯:৪৮-এ, কৃষ্ণনগর পৌঁছাবে দুপুর ১২:০৭-এ। ফেরার পথে কৃষ্ণনগর থেকে ছাড়বে দুপুর ১:৩০-এ এবং শিয়ালদহ পৌঁছাবে বিকেল ৩:৪০-এ। এই ট্রেন বিশেষত মায়াপুরগামী তীর্থযাত্রীদের জন্য আরামদায়ক ও সময় সাশ্রয়ী হয়ে উঠবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular