কলকাতা : কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেলে দিয়েছিল অভিনেত্রী কাঞ্চনা মৈত্রর ভাইরাল ভিডিও। শিয়ালদহ স্টেশনের বাইরে তাঁকে দেখা যায় চিৎকার-চেঁচামেচি করতে। শুধু তাই নয়, সাধারণ মানুষকে মারধর, পাওনা টাকা নিয়ে উত্তেজিত তর্ক—সব মিলিয়ে রীতিমতো অবাক হয়ে যান প্রত্যক্ষদর্শীরা। কেউ ভেবেছিলেন শুটিং, কেউ আবার অনুমান করেছিলেন কোনও ছবির প্রোমোশন চলছে।
ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কাঞ্চনার ওই আচরণ নিয়ে নেটিজেনদের মধ্যে ওঠে প্রশ্ন। তবে অবশেষে অভিনেত্রী নিজেই মুখ খুললেন।
হাতজোড় করে ক্ষমা প্রার্থনা করে কাঞ্চনা বলেন,
“অনেকেই বুঝেছেন, শিয়ালদহ স্টেশনে আমার ওই কাজটি ছবির প্রচারের অংশ ছিল। তবে যাঁরা বুঝতে পারেননি এবং মনে আঘাত পেয়েছেন, তাঁদের কাছে আমি আন্তরিকভাবে ক্ষমা চাইছি। আশা রাখি, আপনারা হলে গিয়ে ছবিটি দেখবেন।”
এরপরই নেটদুনিয়ায় ফের আলোচনায় কাঞ্চনা মৈত্র। অনেকে বলছেন, অভিনেত্রী আগেই জানালে বিভ্রান্তি কম হত। তবে প্রোমোশনাল কৌশল হিসেবে ঘটনাটি যথেষ্ট নজর কেড়েছে বলেই মত শিল্পমহলের একাংশ।
Source : DCN News WebReport

