Friday, January 9, 2026
HomeBreaking News“সিএএ কার্যকর নিয়ে তীব্র বিতর্ক — ভোটের আগে রাজনৈতিক অঙ্ক ঘিরে গরম...

“সিএএ কার্যকর নিয়ে তীব্র বিতর্ক — ভোটের আগে রাজনৈতিক অঙ্ক ঘিরে গরম রাজনীতি”

ডিসিএন নিউজ বনগাঁ উত্তর ২৪ পরগনা

দেশজুড়ে ফের রাজনৈতিক উত্তাপের কেন্দ্রবিন্দুতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)। সংসদে পাশ হওয়ার সাড়ে চার বছর পর অবশেষে কার্যকর হয়েছে এই আইন। আর তা ঘিরেই শুরু হয়েছে তুমুল বিতর্ক।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে সাফ জানিয়ে দিয়েছেন—
“সিএএ কোনওভাবেই প্রত্যাহার করা হবে না। এটি দেশের সার্বভৌম সিদ্ধান্ত, ভারতীয় নাগরিকত্ব নিশ্চিত করার জন্যই আনা হয়েছে। এর সঙ্গে কোনও আপস হবে না।”

তিনি স্পষ্ট করেছেন, সিএএ মুসলমান বিরোধী নয় এবং এই আইন মূলত উদ্বাস্তু বাঙালি হিন্দুদের সুরক্ষার জন্য।

কিন্তু বিরোধীদের অবস্থান একেবারেই আলাদা। কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বাম এবং আম আদমি পার্টি সিএএ-কে কেন্দ্র করে বিজেপি সরকারের বিরুদ্ধে সরব হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন—
“একটা মানুষেরও অধিকার কেড়ে নিতে দেব না। বাংলার মানুষকে বিতাড়িত হতে দেব না।”

অমিত শাহ এ বক্তব্যের সরাসরি জবাব দিয়ে বলেন—
“বাংলাদেশ থেকে আসা বাঙালি হিন্দুদের ক্ষতি করবেন না, মমতাজি। রাজনীতি করার অন্য প্ল্যাটফর্ম আছে।”

এদিকে মতুয়া মহলে মিশ্র প্রতিক্রিয়া। মতুয়া আন্দোলনের সঙ্গে যুক্ত কবিয়াল মনোরঞ্জন সরকার জানিয়েছেন—
“যত সহজে নাগরিকত্ব দেওয়ার কথা বলা হচ্ছে, ততটা সহজ হবে না। আইন বাস্তবায়নে জটিলতা থাকবেই, তাই এতবার সাফাই দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রক।”

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে, ভোটের মুখে বিজেপি কেন এই সময়ে সিএএ কার্যকর করল। বিশেষ করে বনগাঁ ও উত্তর ২৪ পরগনার মতো মতুয়া অধ্যুষিত এলাকায় এর রাজনৈতিক প্রভাব নিয়ে জল্পনা তুঙ্গে।

একদিকে সমর্থন, অন্যদিকে প্রতিবাদ—সিএএ কার্যকর হওয়ার পর রাজনীতি যে নতুন মোড় নিতে চলেছে, তা স্পষ্ট।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular