Friday, January 9, 2026
HomeBreaking NewsBirbhum News: নলহাটিতে মর্মান্তিক ধস, পাথর খাদানে প্রাণ গেল ৫ শ্রমিকের! আহত...

Birbhum News: নলহাটিতে মর্মান্তিক ধস, পাথর খাদানে প্রাণ গেল ৫ শ্রমিকের! আহত ১

নলহাটি, ১২ সেপ্টেম্বর ২০২৫:
বীরভূমের নলহাটিতে পাথর খাদানে ভয়াবহ ধস। ঘটনায় এখন পর্যন্ত ৫ জন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। গুরুতর আহত একজনকে দ্রুত বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে বাহাদুরপুর পাথর খাদানে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, তখনই খাদান থেকে পাথর সরানোর কাজ চলছিল। হঠাৎ উপর দিক থেকে বিশাল পাথর ধসে পড়ে শ্রমিকদের চাপা দেয়। একাধিক শ্রমিকের দেহ পাথরে ছিন্নভিন্ন হয়ে যায়। ঘটনাস্থলে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন। মৃতদেহ উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ সুপার জানিয়েছেন, প্রাথমিকভাবে তিন জনের মৃত্যুর খবর নিশ্চিত হলেও স্থানীয়রা জানাচ্ছেন, মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে।

এখনও পর্যন্ত স্পষ্ট নয় খাদানটি সরকার পরিচালিত নাকি বেসরকারি মালিকানাধীন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে শ্রমিক ও চালকদের দাবি, পাঁচ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ তুলেছেন, খাদানে সুরক্ষা ব্যবস্থা না থাকায় বারবার দুর্ঘটনা ঘটছে। এবারের ঘটনাও তার ব্যতিক্রম নয়। পরিস্থিতি স্বাভাবিক করতে এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশবাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular