তারিখ: ২০ জুন, ২০২৫
স্থান: Bongaon, North 24 Parganas
প্রতিবেদন: বাবন দাস | DCN News
ভারতীয় ক্রিকেটের নতুন যুগ শুরু হল দারুণভাবে। হেডিংলেতে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই টিম ইন্ডিয়া তোলে ৩ উইকেটে ৩৫৯ রান। অধিনায়ক শুভমন গিল ও ওপেনার যশস্বী জয়সওয়াল হাঁকান দুর্দান্ত শতরান।

এই ইনিংস দেখে মুগ্ধ সচিন তেন্ডুলকর সোশ্যাল মিডিয়ায় লেখেন –
“আজকের ব্যাটিং আমায় ২০০২ সালের হেডিংলি টেস্টের কথা মনে করিয়ে দিচ্ছে। সেই ম্যাচে আমি, দ্রাবিড় ও সৌরভ শতরান করেছিলাম। আজ যশস্বী ও শুভমন নিজেদের কাজটা করেছে, তবে তৃতীয়জন কে হবে?”
এই প্রশ্নের জবাবে সৌরভ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন –
“হাই চ্যাম্প। কেন জানি না মনে হচ্ছে এবারে সংখ্যাটা চার হবে! এই ব্যাটিং পিচে পন্থ এবং সম্ভবত করুণ শতরান করবে। তবে ২০০২-এর প্রথম দিনের উইকেটটা একটু আলাদা ছিল।”
বিশেষ দৃষ্টি আকর্ষণ:
-
গিল-জয়সওয়ালের ব্যাটে ভারতের দাপট
-
সচিনের স্মৃতিচারণায় ২০০২
-
সৌরভের ভবিষ্যদ্বাণী: এবার চারজন সেঞ্চুরিয়ান!
প্রথম দিনেই স্পষ্ট, হেডিংলে আবারও হতে চলেছে ভারতীয় ব্যাটিংয়ের ইতিহাস রচনার মঞ্চ!

