Friday, January 9, 2026
HomeBreaking NewsPM Modi’s Manipur Visit: বিরোধীদের সমালোচনার মাঝে ২০২৩ পর প্রথমবার মণিপুর সফরে...

PM Modi’s Manipur Visit: বিরোধীদের সমালোচনার মাঝে ২০২৩ পর প্রথমবার মণিপুর সফরে প্রধানমন্ত্রী

PM Modi’s Manipur Visit: বিরোধীদের সমালোচনার মাঝে ২০২৩ পর প্রথমবার মণিপুর সফরে প্রধানমন্ত্রী

ইম্ফল, ১২ সেপ্টেম্বর ২০২৫:
উত্তর-পূর্বের অশান্ত রাজ্য মণিপুরে অবশেষে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামীকাল, ১৩ সেপ্টেম্বর, তিনি চূড়াচাঁদপুর ও ইম্ফলে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। ২০২৩ সালে ভয়াবহ হিংসা ছড়িয়ে পড়ার পর এটাই তাঁর প্রথম মণিপুর সফর।

দুই বছরেরও বেশি সময় ধরে চলা অশান্ত পরিস্থিতি সত্ত্বেও এখনো পর্যন্ত মণিপুরে পা না রাখায় বিরোধীরা লাগাতার সমালোচনা করে এসেছে প্রধানমন্ত্রীকে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে গত জুলাইয়ে তীব্র আক্রমণ করে বলেন, “প্রধানমন্ত্রী ৪২টি দেশ সফর করেছেন, কিন্তু মণিপুরে আসার সময় নেই, যেখানে মানুষ প্রাণ হারাচ্ছে।”

মণিপুরের মুখ্যসচিব পুনীত কুমার গোয়েল জানান, প্রধানমন্ত্রী চূড়াচাঁদপুরে ৭,৩০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই এলাকা সম্প্রতি নতুন করে সংঘর্ষে জর্জরিত হয়েছে। এরপর তিনি ইম্ফলে গিয়ে ১,২০০ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন ও জনসভায় ভাষণ দেবেন। গোয়েল বলেন, “প্রধানমন্ত্রীর সফর মণিপুরে শান্তি, স্বাভাবিকতা ও উন্নয়ন আনবে।”

মণিপুরের পাশাপাশি মোদি আগামীকাল মিজোরামে সফর শুরু করবেন, যেখানে তিনি ৯,০০০ কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্প উদ্বোধন করবেন। এরপর ক্রমান্বয়ে অসম, পশ্চিমবঙ্গ ও নির্বাচনমুখী বিহার সফরে যাবেন তিনি।

শেষবার ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি মণিপুর সফর করেছিলেন প্রধানমন্ত্রী। এর পরের বছর মে মাসে শুরু হয় কুকি-মেইতেই সংঘাত, যাতে ২০০-র বেশি মানুষের মৃত্যু হয়। হিংসা দমনে ব্যর্থ হওয়ায় ২০২৫ সালের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং ইস্তফা দেন, রাজ্যে জারি হয় রাষ্ট্রপতি শাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular