Friday, January 9, 2026
HomeBreaking NewsRahul Gandhi News: নিরাপত্তাবিধি লঙ্ঘন? রাহুল গাঁধীর বিরুদ্ধে ফের সরব CRPF, চিঠি...

Rahul Gandhi News: নিরাপত্তাবিধি লঙ্ঘন? রাহুল গাঁধীর বিরুদ্ধে ফের সরব CRPF, চিঠি গেল মল্লিকার্জুন খড়গের কাছেও

DCN প্রতিবেদন

রিপোর্টার: বাবন দাস

নয়াদিল্লি থেকে শুরু করে দেশজুড়ে ফের চর্চার কেন্দ্রে রাহুল গাঁধীর নিরাপত্তা ইস্যু। কংগ্রেস সাংসদ ও লোকসভার বিরোধী দলনেতার বিরুদ্ধে নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (CRPF)। সংস্থার তরফে একটি আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গেকেও।

চিঠিতে সাফ বলা হয়েছে, বিদেশ সফরের সময় রাহুল গাঁধী বারবার প্রোটোকল ভাঙছেন। নিরাপত্তারক্ষীদের সঙ্গে না নিয়ে হঠাৎ বিদেশ যাওয়া, অথবা আগাম তথ্য না দেওয়া— এসব বিষয় নিয়ে উদ্বেগ জানিয়েছে VVIP নিরাপত্তা বিভাগের প্রধান সুনীল জুন। এমনকি মালয়েশিয়ায় রাহুলের বাইক চালানোর ছবিও নিরাপত্তা ঝুঁকির দিকেই ইঙ্গিত করছে বলে CRPF জানিয়েছে।

👉 রাহুল গাঁধীর গত এক বছরে একাধিক বিদেশ সফরের তালিকাও দিয়েছে CRPF— ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন, মালয়েশিয়া— কোনও ক্ষেত্রেই নাকি পূর্ণ প্রোটোকল মানা হয়নি।

কংগ্রেস এখনও এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। তবে বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন— “ইয়োলো বুক প্রোটোকল অনুযায়ী সব গতিবিধির তথ্য নিরাপত্তা বাহিনীকে জানাতে হয়। রাহুল গাঁধী তা করেননি।”

প্রসঙ্গত, ইন্দিরা ও রাজীব গাঁধীর হত্যাকাণ্ডের পর থেকেই গাঁধী পরিবারকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হয়। বর্তমানে রাহুলের জন্য রয়েছে Z+ ক্যাটেগরির সুরক্ষা— যেখানে ৫৫ জন নিরাপত্তাকর্মী, এনএসজি কম্যান্ডো, এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে সুরক্ষা বলয় তৈরি হয়। কিন্তু সংশ্লিষ্ট বিভাগ মনে করছে, রাহুল নিজেই সেই নিরাপত্তা বিধি মানছেন না।

এর আগেও ২০২২ সালে CRPF জানিয়েছিল, ২০২০ থেকে ১১৩ বার নিরাপত্তা নিয়ম ভেঙেছেন রাহুল। ‘ভারত জোড়ো যাত্রা’র সময়ও নিরাপত্তা ঘিরে বিতর্ক হয়েছিল। আবার ২০২৩-এ কাশ্মীর সফরে রাহুল নিরাপত্তা ঘাটতির অভিযোগ তুলেছিলেন কংগ্রেস।

এই ইস্যুতে রাজনৈতিক চাপানউতোর আরও বাড়বে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular