Friday, January 9, 2026
HomeInternationalSCO সম্মেলনে কার্যত পাত্তা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

SCO সম্মেলনে কার্যত পাত্তা পেলেন না পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

📰 DCN News | Baban Das রিপোর্ট

চিনের তিয়ানজিনে শুরু হয়েছে SCO Summit 2025। এই শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং সহ একাধিক বিশ্বনেতা। মঞ্চে মোদী, পুতিন ও জিনপিংকে একসঙ্গে কথা বলতে দেখা যায়, তাঁদের মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল।

📌 কিন্তু একই মঞ্চে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে দেখা গেছে একেবারে কোণঠাসা অবস্থায়।

  • একসময় মোদী ও পুতিন একসঙ্গে হাত ধরে হাঁটছিলেন, সেই সময় শরিফ একা দাঁড়িয়ে ছিলেন, কেউ তাঁর সঙ্গে কথা বলছিল না।

  • এমনকি পুতিনকে দেখে করমর্দনের চেষ্টা করলেও, সেই সুযোগ পাননি শরিফ।

  • রাষ্ট্রপ্রধানদের গ্রুপ ফটোতেও তিনি এক কোণে দাঁড়িয়ে, আর মোদী ছিলেন যথেষ্ট দূরে।

  • বিশেষ ডিনারেও মোদী ও শরিফ একে অপরকে উপেক্ষা করে আলাদা বসেছিলেন।

🔹 এই দৃশ্য পাকিস্তানকে আরও কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন করেছে বলেই মনে করা হচ্ছে।

এদিকে, SCO উদ্বোধনী ভাষণে চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, “SCO আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়নে ভূমিকা রাখছে। কোনও দেশকে ভয় দেখানো উচিত নয়।” তিনি SCO ডেভেলপমেন্ট ব্যাঙ্ক গঠনের প্রস্তাবও রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular